সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

| ১ পৌষ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ১৪ ডিসেম্বর ২০২৫

জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এজন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ বলছে, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা ‘গান পয়েন্টে’ আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার তদন্ত সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি জানাতে রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হামলাকারীদের গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এরা হলেন ফয়সাল করিম মাসুদ ও মোহাম্মদ আলমগীর শেখ।

তিনি আরও বলেন, ইতোমধ্যে শেরপুরের নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে লোক পারাপারের সঙ্গে জড়িত সন্দেহে আমরা দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাদের নিয়ে আসা হচ্ছে। আর র‍্যাব মোটরসাইকেলের মালিককে আটক করে থানায় সোপর্দ করেছে।

অস্ত্রের ধরন জানতে চাওয়া হলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, ফয়সালকে নভেম্বর মাসে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে অস্ত্র আইন ও চাঁদাবাজির মামলা আছে। দুটি মামলায় জামিনে বের হয়ে সে এই ঘটনা ঘটিয়েছে।

নজরুল ইসলাম বলেন, যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে, তাদের নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। খুব কাছাকাছি তাদের জন্য সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না! অলরেডি এটার প্রক্রিয়া চলছে। যাদেরকে আমরা এরকম হাই থ্রেট মনে করছি, তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দেব।