ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি মনে করে, এতে নির্বাচন নিয়ে সংশয়ের অবসান হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশোর তফসিল ঘোষণার পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। এ জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ। আমরা মনে করি, এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সংশয় কেটে গেছে।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। এটি নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। অন্যথায়, অর্থবহ নির্বাচন করা সম্ভব হবে না। আমরা ইসিকে এ বিষয়ে অবহিত করেছি। আশা করি, তারা বিষয়টি দেখবেন। তাছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বিগত দিনে নির্বাচনের আগে অনেক আশ্বস্ত করা হলেও নির্বাচন সুষ্ঠু করা যায়নি। আগামী নির্বাচনে এই ধারার পরিবর্তন হবে বলে আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, নির্বাচনি মাঠে প্রশাসনিক কোনও দুর্বলতা আশা করবো না। জাতি যাতে উৎকণ্ঠায় না পড়ে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
