ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, আমি এমপি নির্বাচিত হলে নিজে দুর্নীতি করবো না, কারো দুর্নীতি সহ্য করব না। আমাকে দিয়ে কেউ দুর্নীতি করাতেও পারবে না। রবিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে 'শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সামসুল হক খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা, বেসরকারী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাহিদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ। সমাবেশে দুই হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে নবীউল্লাহ নবী বলেন, বিগত দিনে শিক্ষকরা বৈষম্য শিকার হয়েছেন। তারা শান্তিতে শিক্ষকতাও করতে পারেননি। শিক্ষার মানোন্নয়নেও কাজ করেনি স্বৈরাচার সরকার। সাধারণ মানুষের অধিকার আদায়, ভাগ্য পরিবর্তনেও কোনো কাজ করেনি তারা। আমি নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করতে, এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের অধিকার নিশ্চিতের জন্যই আমার রাজনীতি। আমি এমপি নির্বাচিত হলে শিক্ষকরা জিরো থেকে হিরো হবেন। শিক্ষা প্রতিষ্ঠানের টাকাও কেউ লুটপাট করতে পারবে না।
শিক্ষকদের উদ্দেশ করে তিনি বলেন, আপনারা আমার জন্য আগামী দুই মাস কাজ করবেন, আমি এমপি হয়ে আগামী পাঁচ বছর আপনাদের সেবা করবো।
অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বক্তব্যে বলেন, ক্ষমতায় গেলে সারাদেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই বেসরকারি শিক্ষকরা এবারের ধানের শীষের পক্ষে থাকবেন।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
