মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীকে সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
একই আদেশে সরকারী বিজ্ঞান কলেজ, ঢাকার অধ্যক্ষ অধ্যাপক এবিএম রেজাউল করীমকে অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
অধ্যাপক শাহেদুল খবির বিসিএস-১৪ ব্যাচের কর্মকর্তা। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির আসন্ন (৯ জুন) নির্বাচনে সভাপতি প্রার্থী। তিনি বিসিএস সাধারণ শিক্ষা সমিতির বর্তমান সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এজেড