ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনের মধ্যে ১৪ আসনে নারী প্রার্থী মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলের সদস্য সচিব আখতার হোসেন প্রাথমিক প্রার্থী ঘোষণা করেন।
বিভিন্ন আসনে মনোনয়ন পাওয়া এনসিপির নারী প্রার্থীদের মধ্যে যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ঢাকা-১৭ (গুলশান-বনানী); সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকা-৯ (খিলগাঁও, বাসাবো, মান্ডা); যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন নওগাঁ-৫ (সদর); সিরাজগঞ্জ-৩ আসন থেকে দিলশানা পারুল সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ); দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া); ডা. মাহমুদা আলম মিতু ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর); তানহা শান্তা ময়মনসিংহ-১১ (ভালুকা); নাহিদা সারওয়ার নিভা ঢাকা-১২ (উত্তর সিটির ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ ওয়ার্ড)।
এছাড়া ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ ঢাকা-২০ (ধামরাই); সৈয়দা নীলিমা দোলা ফরিদপুর-৩ (সদর); ইসরাত জাহান বিন্দু চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ); অ্যাডভোকেট হুমায়রা নূর নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট); সাগুফতা বুশরা মিশমা চট্টগ্রাম (সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ড) এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট মনজিলা সুলতানা।
