বুধবার, ০২ জুলাই ২০২৫

| ১৮ আষাঢ় ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ ছাত্র-ছাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

এসএসসি পরীক্ষায় বসছে ২০ লাখ ছাত্র-ছাত্রী

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এবার সারাদেশে তিন হাজার ৭০০টি কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

সূচি অনুযায়ী, প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথমপত্রের এবং দাখিলে কুরআন মাজীদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের মানসিক চাপ বিবেচনায় নিয়ে এবার এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যাবেন না শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কয়েকদিন আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছেন তিনি।

তবে চলমান এসএসসি পরীক্ষা নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী।

প্রশ্নফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা আয়োজনে গত ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী ১২ মার্চ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
 

এজেড