শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

| ২৬ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

গণঅভ্যুত্থানে নিহত আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে- নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৪

গণঅভ্যুত্থানে নিহত আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে-  নাহিদ ইসলাম

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবার ‌ও আহতদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন করা হবে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে গণঅভ্যুত্থানে শহীদ হাবিবুর রহমানের পরিবার এবং বুকে গুলিবিদ্ধ মোহাম্মদ মনির হোসেনের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টার একথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত আহতদের পুনর্বাসনের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।

উপদেষ্টা শহীদ হাবিবুর রহমানের পরিবার সদস্যদের খোঁজখবর নেন এবং শহীদ হাবিবুর রহমানের ছোট্ট ছেলে সালমানকে কোলে তুলে আদর করেন ।

উল্লেখ্য শহীদ হাবিবুর রহমান ৫ আগস্ট ঢাকার যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে নিহত হন। 

সাক্ষাৎকালে শহীদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এআই