রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

মাউশির মহাপরিচালক হলেন এ বি এম রেজাউল করীম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩১, ২৫ আগস্ট ২০২৪

মাউশির মহাপরিচালক হলেন এ বি এম রেজাউল করীম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক এ বি এম রেজাউল করীম।

রোববার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। এতে সই করেছেন উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।

এতে বলা হয়, মাউশির নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীমকে মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়ন-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে দেওয়া হলো।