রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ২৫ আগস্ট ২০২৪

ডিআইএর নতুন পরিচালক অধ্যাপক আবু কাইয়ুম

নতুন পরিচালক হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) যোগদান করেছেন অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম।

রোববার (২৫ আগস্ট) তিনি শিক্ষা ভবনে অবস্থিত ডিআইএতে এসে যোগদান করেন। এসময় দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এছাড়াও শিক্ষার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে শুভেচ্ছা জানাতে আসেন।

এর আগে শনিবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইএ পরিচালক হিসেবে অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুমকে পদায়ন করা হয়। ১৪তম বিসিএসের এ কর্মকর্তা পরিচালক হওয়ার আগে কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

ডিআইএ সারা দেশে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, নিয়োগে অনিয়ম এবং জাল সনদ যাচাইয়ে কাজ করে থাকে।