রোববার, ০৩ নভেম্বর ২০২৪

| ১৯ কার্তিক ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সহযোগিতায় বাঁচতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন মৃধা

ববি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২ এপ্রিল ২০২৪

সহযোগিতায় বাঁচতে পারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন মৃধা

বরিশাল  বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৩-২৩(ভর্তি শিক্ষাবর্ষ:২০১৯-২০২০) সেশনের মেধাবী শিক্ষার্থী তুহিন মৃধা ব্রেইন স্ট্রোকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকায় নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যথাযথ চিকিৎসা না পেলে হয়তো অকালেই হারিয়ে যাবে একটি কুড়ি। 

তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তুহিনের বাবা নাই। চিকিৎসকের ভাষ্যমতে, মস্তিষ্কে ইনফেকশন ছড়িয়ে পড়েছে এবং এই সংকটাপন্ন অবস্থা থেকে আরোগ্য লাভের সম্ভাবনা খুবই ক্ষীন। তাই সকলের সাহায্য কামনা করেছে তার পরিবার ও সহপাঠীরা। সবার সহযোগিতা ব্যতীত পরিবারের পক্ষে তার আর চিকিৎসা করানো সম্ভব নয়।

সহপাঠী নয়ন বিশ্বাস বলেন, তুহিন মৃধা নিম্নবিত্ত পরিবারের সন্তান। তার বাবা ৭ বছর আগে মারা গেছেন। টিউশন করে নিজের খরচ চালাতো সে। তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, যার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে অসম্ভব।

সবার সম্মিলিত সহযোগিতাই পারে একটি জীবনকে অকালে ঝরে যাওয়া থেকে বাঁচাতে।

বিকাশ (01516338332) ও নগদে (01709197179) তাকে সহযোগিতা পাঠানো যাবে।