রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ২ আগস্ট ২০২৪

শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির প্রতিবাদ এবং তাদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন চিকিৎসকরা। শুক্রবার (২ আগস্ট) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়ে তাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন চিকিৎসকরা।

রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের চিকিৎসক শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সকল সমস্যার সমাধান আছে। চলমান সমস্যারও যৌকিক্ত সমাধান রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, যেসব ছোট ছোট শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। শিক্ষার্থীদের দাবির পক্ষে অবস্থানের জন্য যেসব জনপ্রিয় চিকিৎসককে মফস্বলে অন্য বিষয়ে বদলি করা হয়েছে, তাদেরকে স্বপদে বহাল করা হোক। 

প্রত্যেক পেশাজীবীকেই শপথ গ্রহণ করতে হয় জানিয়ে বক্তারা বলেন, শপথে নিশ্চয়ই গুলি করার কথা ছিল না।

শিক্ষার্থীদের গায়ে দেশের পতাকা ছিল উল্লেখ করে তারা বলেন, যারা তাদেরকে গুলি করেছে তারা বাংলাদেশের মানুষ না। তারা অমানুষ, দেশদ্রোহী, খুনি। তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

চিকিৎসকরা বলেন, রংপুরে চোখের সামনে গুলি করে আবু সাইদকে হত্যা করা হয়েছে। ঘরের ছাদে উপর শিশুকে গুলি করে মারা হয়েছে। বাদ যায়নি পথচারী দোকানদাররাও।

দেশের নিরস্ত্র শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ বলেও উল্লেখ করেন বক্তারা।