শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সাড়ে ৯টার পরে কেন্দ্রে আসায় বিসিএস পরীক্ষা দিতে পারেননি অনেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১, ২৬ এপ্রিল ২০২৪

সাড়ে ৯টার পরে কেন্দ্রে আসায় বিসিএস পরীক্ষা দিতে পারেননি অনেকে

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য সাড়ে ৯ টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দিয়েছিল সরকারি কর্ম কমিশন। কিন্তু এর পরে কেন্দ্রে যাওয়ায় অনেক প্রার্থী ভেতরে প্রবেশ করতে পারেননি।

রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৬ এপ্রিল ৪৬ তম বিসিএস পরীক্ষা দিতে এসেছিলেন শাউলিনা। তিনি বলেন, ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি সন্তানকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে। ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ জানানোর পরও ঢুকতে দেননি।  

শাউলিনা বলেন, এটাই হয়তো আমার শেষ বিসিএস। আমার কাছে আমার পরিবারের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটাই দিতে পারলাম না।

সাড়ে ৯ টার পর উপস্থিত হওয়ায় এই কেন্দ্রে প্রায় ২০ জন চাকরিপ্রার্থীকে পরীক্ষার জন্য ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে নির্ধারিত সাড়ে ৯টার পর কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি অনেক প্রার্থীকে।

দীর্ঘদিন প্রস্তুতি নেওয়ার পরও বিসিএসের স্বপ্ন ভেঙে যাওয়ায় হাউমাউ করে কাঁদেন পরীক্ষার্থীরা।
 

এজেড