রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২১ আগস্ট ২০২৪

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগের সুপারিশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করেছে। এতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ হাজার ৫৮৬ জনকে শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়। 

নতুন শিক্ষকদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যোগদান করতে বলা হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের ফোনে মেসেজ যাওয়া শুরু হয়েছে। কোনো প্রার্থী টেকনিক্যাল কারণে মেসেজ না পেলে এনটিআরসিএ‘র ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়।

বুধবার (২১ আগস্ট) বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসেইটে চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সুপারিশ প্রকাশের বিজ্ঞপ্তিতে এনটিআরসিএস জানায়, পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত হন ২২ হাজার ৩৩ প্রার্থী। তাদের মধ্য থেকে ১৯ হাজার ৫৮৬ জনকে নিয়োগে চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীদেরকে তাদের প্রয়োজনীয় সনদপত্র সরাসরি এনটিআরসিএ অফিসে জমা দেয়ার নির্দেশের প্রেক্ষিতে ১৯ হাজার ৫৯৮ জন প্রার্থী সনদপত্র দাখিল করেন এবং ২ হাজার ৪৩৫ জন প্রার্থী সনদপত্র জমা দেননি। সনদ জমা দেয়া প্রার্থীদের মধ্যে ১২ জন প্রার্থীর নিবন্ধন সনদ জাল পাওয়া যাওয়ায় অবশিষ্ট ১৯ হাজার ৫৮৬ জন প্রার্থীকে পুলিশ, নিরাপত্তা ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত প্রার্থী ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে এসএমএস দিয়ে জানানো হয়েছে। নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে এনটিআরসিএ‘র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) ৫ম গণবিজ্ঞপ্তি নামক সেবা বক্সে অথবা সরাসরি http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে সুপারিশপত্রে উলি্লখিত প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বরের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের নির্দেশনায় বলা হয়েছে, পুলিশ নিরাপত্তা ভেরিফিকেশন প্রতিবেদনে নিয়োগ সুপারিশপ্রাপ্ত প্রার্থী অনুপযুক্ত বিবেচিত হলে এ সুপারিশপত্র তাৎক্ষণিকভাবে বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রার্থীকে অব্যাহতি প্রদান করবে। প্রার্থী যোগদানের নির্ধারিত তারিখের পরবর্তী ৭ দিনের মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা তাদের স্ব-স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে টেলিটকের http://ngi.teletalk.com.bd লিংকে প্রবেশ করে Joining Status অপশনে ‘Yes’ ক্লিক করবেন। প্রার্থী যোগদান না করলে Joining Status-এ ‘No’ ক্লিক করে Reason-এর ঘরে যোগদান না করার সম্ভাব্য কারণ উল্লেখ করবেন। 

কোনো প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসিএ‘র ওয়েবসাইট থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এবং নিয়োগ সুপারিশপত্র সংগ্রহ করতে পারবেন।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৯৬ হাজার ৭৩৬টি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬টি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন শেষ হয়েছে ৯ মে। ১০ মে রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা।