শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

আন্দোলন স্থগিত প্রাথমিক বিদ্যালয় দপ্তরিদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫১, ৮ এপ্রিল ২০২৪

আন্দোলন স্থগিত প্রাথমিক বিদ্যালয় দপ্তরিদের

ফাইল ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীরা চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে ডাকা আন্দোলন স্থগিত করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সঙ্গে সাক্ষাত শেষে ৮ এপ্রিল, সোমবার এই কর্মসূচি প্রত্যাহার করেন তারা। সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমন্বয় পরিষদের ব্যানারে গত ১২ দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা।

তাদের দাবির মধ্যে রয়েছে- দপ্তরী কাম প্রহরীদের চাকরি জাতীয়করণ; উৎসব ভাতা বৈশাখী ভাতা ও শিক্ষা ভাতা প্রদান; সরকার ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা দেওয়া এবং সার্বক্ষণিক ডিউটি থেকে মুক্তি দেওয়া।

সংগঠনের আহ্বায়ক মামুন সরদার বলেন, অধিদপ্তরের মহাপরিচালকের সাথে সাক্ষাৎ করলে তিনি আমাদের চাকরি স্থায়ীকরণের প্রস্তাবিত ফাইল ঈদের ছুটির পর জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠাবেন বলে আশ্বস্ত করেছেন। তার আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে অফিস খোলার দশ কার্য দিবসের মধ্যে প্রস্তাবটি জনপ্রশাসন মন্ত্রণালয় পাঠানো না হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। 

মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতকালে সংগঠনের আহ্বায়ক মামুন সরদার, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অন্যরা উপস্থিত ছিলেন।
 

এজেড