শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

অবৈধ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে ইউজিসির গণবিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০০, ৪ এপ্রিল ২০২৪

অবৈধ বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ  করে ইউজিসির গণবিজ্ঞপ্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের যাচাই বাছাই করে ভর্তি হওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ভর্তির ক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইন অমান্য করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঝামেলায় পড়লে ইউজিসি এর দায় নেবে না। 

ইউজিসি গণবিজ্ঞপ্তিতে বলেছে, অবৈধ ক্যাম্পাস ও অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লার আইনগত কোনো বৈধতা নাই। এছাড়া ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও সেন্ট্রাল ইউনিভার্সিটি এ্যান্ড টেকনোলজিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ রয়েছে। 

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে অনুমোদিত ১১৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০৪টিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ৭৪টিতে রাষ্ট্রপতি নিয়োগপ্রাপ্ত উপাচার্য রয়েছেন। 

আরও বলা হয়, কোনো শিক্ষার্থী অননুমোদিত বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, প্রোগ্রামে ভর্তি হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকেই এর দায় নিতে হবে।
 

এজেড