মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পবিত্র মাহে রমজান শুরু রবিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১ মার্চ ২০২৫

পবিত্র মাহে রমজান শুরু রবিবার

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) পবিত্র রমজান মাস শুরু হবে। 

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখার খবর পাওয়া গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

এর আগে সন্ধ্যা ৬টায় পর (বাদ মাগরিব) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টার ড. আ ফ ম খলিদ হোসেন।

সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমন অবস্থায় আগামী ২ মার্চ অর্থাৎ আগামীকাল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।