রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

স্থগিত এইচএসসি শুরু ১১ সেপ্টেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৪, ১৫ আগস্ট ২০২৪

স্থগিত এইচএসসি শুরু ১১ সেপ্টেম্বর থেকে

এইচএসসি ও সমমানের স্থগিতকৃত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষাগুলো শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ৮ অক্টোবর। ১৫ অক্টোবর থেকে ২৩ অক্টোবরের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষাবোর্ডগুলো।
এর আগে গত মঙ্গলবার স্থগিত পরীক্ষাগুলো নেওয়ার জন্য অন্তর্র্বতী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। 

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র-জনতার আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে এই সিদ্ধান্তও স্থগিত করা হয়।