মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে মোট ১০ কোটি ২০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে এ সহায়তা দেওয়া হবে।
আর্থিক অনুদান সংক্রান্ত একটি সারসংক্ষেপ সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই আর্থিক সহায়তা প্রদানে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
গত ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় স্কুলটির ২৮ জন শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ১ জন আয়া ও ৩ জন অভিভাবকসহ মোট ৩৫ জন নিহত হন। এ দুর্ঘটনায় ৬৪ জন আহত হন।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ‘গবেষণা’ খাত থেকে ২ কোটি ২০ লাখ টাকা এবং ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের ‘সাধারণ থোক বরাদ্দ’ খাত থেকে ৮ কোটি টাকা নিয়ে ‘বিশেষ অনুদান’ কোডে অর্থ স্থানান্তর করা হবে। সেই টাকা থেকে নিহত ও আহদের এ অনুদান দেওয়া হবে।
