শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় প্রতিবাদ শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪, ২ মে ২০২৪

শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখায় প্রতিবাদ শিক্ষকদের

শিখন ঘাটতি পূরণের অজুহাতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান শনিবার খোলা রাখায় এবং শুক্রবারও প্রয়োজনে খোলা রাখার ঘোষণায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব যুক্ত বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে এক ধরনের তালবাহানা চলছে, যা হাস্যকর পরিস্থিতির উদ্রেক হয়েছে। এতে করে শিক্ষার পরিবেশ বিনষ্ট হচ্ছে। শিখন-শেখানো কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

তারা বলেন, কোনো দুর্যোগ শিক্ষক কিংবা শিক্ষার্থী সৃষ্ট নয়। পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠান সাময়িক বন্ধ হতেই পারে। পূর্বেও হয়েছে।  সে কারণে নির্ধারিত ছুটি কমিয়ে দেয়া কোনোভাবেই কাম্য নয়। মন্ত্রণালয়ের  এমন সিদ্ধান্তে শিক্ষার আসল উদ্দেশ্য ব্যহত হবে বৈ কিছু নয়। 

নেতৃবৃন্দ অবিলম্বে শনিবারের ছুটি বহাল রাখার দাবি জানান। 
 

এজেড