মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ৩১ জানুয়ারি

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৯ জানুয়ারি ২০২৫

শাবিপ্রবিতে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ৩১ জানুয়ারি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে রাজনীতি, সমাজ ও উন্নয়ন শীর্ষক দুই দিনব্যাপি প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হবে ৩১শে জানুয়ারি।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. জায়েদা শারমিন।

তিনি জানান, আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম।

জানা গেছে, সম্মেলনে উপস্থাপনের জন্য দেশ-বিদেশের ১৮০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের পাশাপাশি চীন, হংকং, ইতালি, মালদ্বীপ, পাকিস্তান, ভারত, নেপালের গবেষকরা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ৫০০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

গবেষকদের মধ্যে রয়েছেন বাংলাদেশের গুম কমিশনের সদস্য ও যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির ভিজিটিং ফেলো ড. নাবিলা ইদরিস, চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ড. ইয়াং হুই, নর্থ সাউথ ইউনিভার্সিটির ড. রেমন্ড কুয়ান সান লু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান, দর্শন বিভাগের অধ্যাপক ড. মাছুম আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্স ও সমাজবিজ্ঞানের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মো. নুরুজ্জামান এবং মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ড. আসিয়াত হাসান।