বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

| ১ মাঘ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পাঁচদিনের শীতকালিন ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১২:৩৪, ১৪ জানুয়ারি ২০২৬

পাঁচদিনের শীতকালিন ছুটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শীতকালীন ছুটি উপলক্ষে বন্ধ হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ছুটির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ নিম্নোক্ত সময়সূচী অনুযায়ী বন্ধ থাকবে:

ক্লাস ছুটি: ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মোট ৫ দিন ক্লাস বন্ধ থাকবে এবং  ১৮ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট ৩ দিন অফিসসমূহ বন্ধ থাকবে।