জাতীয় নির্বাচনের আগে কোনও নির্বাচন আয়োজন করা যাবে না, বাংলাদেশ নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ চলছে। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এ বিক্ষোভ হয়।
জানা গেছে, নির্বাচন কমিশন সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ১২ ফেব্রুয়ারির আগে কোনও নির্বাচন আয়োজন করা যাবে না। জাতীয় পত্রিকাগুলোতে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর ক্যাম্পাস উত্তপ্ত হয়ে উঠেছে। এতে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে চতুর্মুখী মিছিল নিয়ে শাকসু কার্যালয়ের সামনে জড়ো হন।
সব বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ইসির সিদ্ধান্ত মেনে নেন, তাহলে আমরা ধরে নেবো তারা শিক্ষার্থী বান্ধব প্রশাসন নয়।
:সাধারণ সম্পাদক, শাবিপ্রবি ছাত্রদল
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা নানামুখী শ্লোগান দেন। ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু দিতে হবে ২০ তারিখে’, ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’, ‘উই ওয়ান্ট শাকসু, শাকসু নিয়ে টালবাহানা মানি না মানব না’, এ ধরনের স্লোগান দিচ্ছেন।
শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ভিসি স্যার প্রথমে বলেছেন নভেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন হবে। পরে বিভিন্ন টালবাহানা করে ১৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ নিয়ে আন্দোলন হলে ভিসি স্যার জানুয়ারির ২০ তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
:মাসুদ রানা তুহিন, সেক্রেটারি শাবিপ্রবি ছাত্রশিবির
বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রদলের শাবিপ্রবির সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘সব বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ইসির সিদ্ধান্ত মেনে নেন, তাহলে আমরা ধরে নেবো তারা শিক্ষার্থী বান্ধব প্রশাসন নয়।’
ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, শাবিপ্রবির ছাত্র সংসদ নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। ভিসি স্যার প্রথমে বলেছেন নভেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন হবে। পরে বিভিন্ন টালবাহানা করে ১৭ নভেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ নিয়ে আন্দোলন হলে ভিসি স্যার জানুয়ারির ২০ তারিখ নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তখন একজন নির্বাচন কমিশনার বলেছিলেন, আমাকে মেরে ফেলা হলেও ২০ তারিখে শাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা কেউ পেছাতে পারবে না। জাতীয় নির্বাচন কোনও সমস্যা তৈরি করবে কি না জানতে চাইলে সেদিন তারা বলেছিলেন, জাতীয় নির্বাচন কোন বাধা হবে না। কিন্তু সোমবার সারা দেশে সব ধরনের নির্বাচন বন্ধ করার একটি প্রজ্ঞাপন জারি করেছে।’
তিনি বলেন, ‘আমরা ২০ তারিখেই শাকসু নির্বাচন চাই এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা থামবো না।’
উল্লেখ্য, শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় ২০ জানুয়ারি। সে অনুযায়ী প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।
