শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভূক্ত মাদ্রাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ২ এপ্রিল ২০২৪

ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পাচ্ছেন এমপিওভূক্ত মাদ্রাসা শিক্ষকরা

মাদ্রাসা অধিদপ্তর অধীণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারিদের চলতি বছরের মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বন্টনকারি অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার‌্যালয়ে ১ এপ্রিল, সোমবার হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারিরা ৩ এপ্রিল, বৃহস্পতিবারের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে মার্চ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন। একই দিন থেকে এমপিওভূক্ত মাদ্রাসা শিক্ষকরা পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা ও বৈশাখী ভাতাও উত্তোলন করতে পারবেন। 

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) মো. আবুল বাসার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর বিজ্ঞপ্ততে জানায়, ৩ এপ্রিল, বৃহস্পতিবারের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমপিওভূক্ত শিক্ষকরা পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসব ভাতা ও বৈশাখী ভাতা উত্তোলন করতে পারবেন।