রোববার, ১১ মে ২০২৫

| ২৭ বৈশাখ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৬, ১০ মে ২০২৫

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন ইআবির ভিসি

জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামছুল আলম। শনিবার (১০ মে) বিকেলে রংপুরের পীরগন্জ উপজেলার জাফরপাড়ায় আবু সাঈদের কবরের পাশে দাঁড়িয়ে বিশেষ দুআ ও মুনাজাত করেন তিনি।

এসময় বিশ্ববিদ্যালয়ের দুই প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ‘ডিন’ প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী’সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,  কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মতবিনিময় করেন। তাদের খোঁজ খবর নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবু সাঈদের বাবার হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।