রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবিলা নূর

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১৪ সেপ্টেম্বর ২০২৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সাবিলা নূর

হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। কিন্তু গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। তবে এখন তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।

আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রীর মা মুশরাত। তিনি বলেন, ‘প্রথমে জ্বর ছিল। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছিল, সঙ্গে চিকিৎসাও নিচ্ছিল। কিন্তু গত পরশু (মঙ্গলবার) তার প্রেশার লো হতে থাকে। আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি। দ্রুত হাসপাতালে ভর্তি করাই।’

তিনি আরো বলেন, ‘আপাতত সাবিলার অবস্থা কিছুটা ভালো। আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে। এখন আপনাদের সকলের দোয়া চাই।’

আজ সাবিলা নূর নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, হাতে স্যালাইন। চোখ বন্ধ করে আছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি দোয়া চেয়েছেন সবার। হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন ‘ডেঙ্গু’।  

২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন সাবিলা নূর। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে আছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন এই অভিনেত্রী। এর মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা।