শনিবার, ২৭ জুলাই ২০২৪

| ১২ শ্রাবণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ৫ জুন ২০২৪

এইচএসসি পরীক্ষা ৩০ জুন, পরীক্ষার্থী সাড়ে ১৪ লাখ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। পরীক্ষায় সারাদেশের ১১ টি শিক্ষাবোর্ডের ২ হাজার ৭২৫ টি কেন্দ্রে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন আর ছাত্রী ৭ লাখ ৫০৯ জন। ৫ জুন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গতবছরের চেয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। বিদেশের ৮টি কেন্দ্র থেকে মোট ২৮১ জন পরীক্ষায় অংশ নেবে। 

পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। কারিগরী বোর্ডে পরীক্ষা শেষ হবে ১৮ জুলাই।   ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে।       

এজেড