শনিবার, ২৭ জুলাই ২০২৪

| ১২ শ্রাবণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পরীক্ষা উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট সারাদেশে কোচিং সেন্টার বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০২, ৫ জুন ২০২৪

পরীক্ষা উপলক্ষে ২৯ জুন থেকে ১১ আগস্ট সারাদেশে কোচিং সেন্টার বন্ধ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। নির্ধারিত সূচি অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে। কারিগরী বোর্ডে পরীক্ষা শেষ হবে ১৮ জুলাই। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সারাদেশে সকল প্রকার কোচিং সেন্টার বন্ধ থাকবে। ৫ জুন, বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

পরীক্ষায় সারাদেশের ১১ টি শিক্ষাবোর্ডের ২ হাজার ৭২৫ টি কেন্দ্রে ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে। এদের মধ্যে ছাত্র ৭ লাখ ৫০ হাজার ২৮১ জন আর ছাত্রী ৭ লাখ ৫০৯ জন।