শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

‘গ্রিন চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত হলো জেনফার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ৩০ এপ্রিল ২০২৪

‘গ্রিন চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত হলো জেনফার

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহারের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন জেনফার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মতিউর রহমান।

পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় ‘গ্রিন চ্যাম্পিয়ন’ উপাধিতে ভূষিত হয়েছে জেনফার বাংলাদেশ লিমিটেড।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাজধানীর রেনেসাঁ হোটেলে গ্লোবাল ক্লাইমেট পার্টনারশিপ ফান্ড (ইিসপিএফ) ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আয়োজিত ‘ফোস্টারিং ক্লাইমেট ফাইন্যান্স পার্টনারশিপ ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে জেনফার বাংলাদেশ লিমিটেডকে এ উপাধি দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার জেনফার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মতিউর রহমানের হাতে এ সংক্রান্ত পুরস্কার তুলে দেন।

শিল্পায়নের এই যুগে জেনফার বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগ বৈশ্বিক পরিবেশ ও জলবায়ু সংরক্ষণের একটি মাইলফলক হয়ে থাকবে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান মো. আব্দুল মালেক ও জিসিপিএফের জলবায়ু বিশেষজ্ঞ সতীশ ধনপাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। 

এজেড