শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

| ২৬ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে দিনভর বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৪

পিএসসি চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগের দাবিতে দিনভর বিক্ষোভ

পিএসসি কার্যালয়ের সামনে দিনভর বিক্ষোভ হয়

সরকারী কর্ম কমিশনের চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ দাবিতে দিনভর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন শতাধিক চাকরিপ্রার্থী তরুণ-তরুণী। পিএসসির সংস্কার পূর্ণগঠনসহ ছয় দাবিতে ২২ সেপ্টেম্বর, রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কর্মসূচি পালন করেন তারা। তারা সচিবের কাছে স্মারকলিপি দিয়ে গতকালের মতো আন্দোলন শেষ করেছেন। চলতি সপ্তাহের মধ্যে পুরো কমিশনের পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন এই আন্দোলনকারিরা।

তারা বলেন, গত ৫ জুলাই রেল মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্ন ফাঁস হয়েছে। এছড়া ৪৬ বিসিএসসহ বিগত এমন আরো অনেক পরীক্ষার প্রশ্নফাঁস হয়, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে গত ৯ জুলাই পরিক্ষার্থীরা আন্দোলন করলে কমিশন থেকে সুষ্ঠ তদন্তের আশ্বাস দেয়া হয়। কিন্তু মনগড়া তদন্ত কমিটি সুষ্ঠ তদন্ত না করে প্রশ্ন ফাঁসের হয়নি বলে তারা প্রতিবেদন দেয়। 

আন্দোলনকারিরা বলেন, গত ১৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা বরাবর পিএসসির চেয়ারম্যান ও কমিশনের পদত্যাগ এবং পরীক্ষা বাতিলের দাবিতে স্মারক লিপি দেওয়া হয়। একইসঙ্গে পুরো কমিশনকে পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু পিএসসি চেয়ারম্যান ও সদস্যরা এখনো পদত্যাগ করেননি।  

তাদের দাবির মধ্যে আরও রয়েছে- ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিল করে পুনরায় দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা  গ্রহণ করতে হবে, প্রশ্নফাঁসকৃত সকল পরীক্ষার প্রশ্নফাঁসের সাথে জড়িতদের সঠিক তদন্ত সাপেক্ষে আইনের আওতায় নিয়ে আসতে হবে। টেকনিক্যাল পদের ক্ষেত্রে আলাদা  ডিপার্টমেন্টের জন্য আলাদা প্রশ্ন এবং আলাদা পরীক্ষার মাধ্যমে মুল্যয়ন করতে হবে। প্রকাশিত সকল নিয়োগ পরীক্ষা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। ১টি আবেদনের বিপরীতে ১ টি পরীক্ষার  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্দোলনকারি জুয়েল মিয়া বলেন, আমরা সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত এসব দাবি আদায়ে কর্মসূচি পালন করেছি। চলতি সপ্তাহের মধ্যে পুরো কমিশন পদত্যাগ না করলে আগামী রবিবার পিএসসি কার্যালয়ের সামনে আরও বড় কর্মসূচি দেওয়া হবে। সেদিন কার্যালয়ে কেউ প্রবেশই করতে পারবেন না। 
আন্দোলনকারি ফারুক হোসেন, মো. আব্দুল্লাহ, মেহেদি হাসানসহ অন্যরা গতকাল বক্তব্য দেন।