রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ৩ আগস্ট ২০২৪

অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক বিদ্যালয়

৪ আগস্ট, রবিবার থেকে ১২ সিটি কর্পোরেশন ও নরসিংদী পৌর এলাকা ছাড়া সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। ফলে দেশের কোথাও রবিবার থেকে প্রাথমিক বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী ঘোষনা না দেওয়া পর্যন্ত সকল সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। 

এর আগে গত ৩১ জুলাই দেশের সব সিটি কর্পোরেশন ও নরসিংদীর পৌর এলাকার ছাড়া দেশের সব প্রাথমিক বিদ্যালয় রবিবার থেকে খুলবে বলে জানিয়েছিল মন্ত্রণালয়।