
সহকারী শিক্ষকদের এন্ট্রিপদে বেতন ১১ তম গ্রেডে নির্ধারণসহ তিন দাবিতে আমরণ অনশনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামী ১৭ অক্টোবর থেকে কেন্দ্রীয় শহীদমিনারে এই আমরণ অনশণ করবেন তারা।
২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার ভার্চুয়াল মিটিং শেষে এ তথ্য জানান শিক্ষক নেতারা।
তাদের অন্য দুই দাবির মধ্যে রয়েছে- চাকরির শুরু থেকে ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। আর প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি দিতে হবে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে এর আগে গত ৩০ আগস্ট কেন্দ্রীয় শহীদমিনারে মহাসমাবেশ করেছি আমরা। এবার দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।