
‘সঙ্গবদ্ধ সঙ্গ, সাতক্ষীরার অঙ্গ’ এই প্রতিপাদ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির তিন-দশক পূর্তি অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আবু সোহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানূর রহমান, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতার হোসেন, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মান ও অধ্যাপক ড. আ. ছ. ম. তরীকুল ইসলাম। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক রাকিব হোসেন রেদোয়ানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে নবীণ শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম, ক্যালেন্ডার ও চাবি রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। এবং প্রবীণ শিক্ষার্থীদের বিদায়ী সম্মাননা স্মারক ক্রেস্ট, কলম ও ক্যালেন্ডার দেওয়া হয়। এছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্রেস্ট, কলম ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।
এসময় আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুহাম্মদ জুবাইরের সঞ্চালনায় অতিথিরা বলেন, সাতক্ষীরা জেলার সন্তানরা দেশের সব ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত আমাতের ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যান সমিতি’ আজকে হাটি হাটি পা পা করে ৩০ বছর অতিক্রম করেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি পরিবার। সকলের সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকবো।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, তোমরা বিশ্ববিদ্যালয়ের আইন বিরোধী কোন কাজের সাথে জড়িত হবে না। সব সময় পড়াশোনায় মনোযোগী হবে। বাবা মায়ের স্বপ্নকে বাস্তব রূপ দেয়ার জন্য তোমরা তোমাদের সময়কে কাজে লাগাতে হবে। প্রবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের সামনের সময়টা অনেক চ্যালেঞ্জিং। সামনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তোমাদের প্রস্তুত থাকতে হবে। সর্বোপরি তোমাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।
পরে দুপুরে প্রীতিভোজ ও সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে, একই দিনে সংগঠনটির নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আল মাসুদ হোসেন মনোনিত হয়েছেন।