সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

| ৬ আশ্বিন ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাঠোন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাঠোন্নয়ন সভা অনুষ্ঠিত

রাজধানীর ডেমরায় ঐতিহ্যবাহী ও শিক্ষার আলোকবর্তিকা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির দিবা ও প্রভাতী শাখার পাঠোন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে ২০ সেপ্টেম্বর, শনিবার এর আয়োজন করা হয়।

সভার প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সবসময় শিক্ষার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। নিয়মিত উপস্থিতি ও সময়মতো ক্লাসে অংশগ্রহণ সবার জন্য বাধ্যতামূলক। বিদ্যালয়ের শৃঙ্খলা, পোশাক, আচরণ, মোবাইল ফোন ব্যবহারে সচেতনতা— এসব মেনে চলার তাগিদ দেন তিনি।

তিনি বলেন, নিয়মিত পাঠচর্চা, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরাই এই প্রতিষ্ঠানের গৌরব আরও উজ্জ্বল করবে।

সভায় দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ও প্রভাতী শাখার সম্মানিত সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।