মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

| ৩১ ভাদ্র ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

অনেকে শিল্প-কারখানা তৈরী করলেও আমি মানুষ তৈরীর কারখানা করেছি : ড. মাহবুবুর রহমান মোল্লা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২৫

অনেকে শিল্প-কারখানা তৈরী করলেও আমি মানুষ তৈরীর কারখানা করেছি : ড. মাহবুবুর রহমান মোল্লা

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বর্ণিল 'ওরিয়েন্টেশন প্রোগ্রাম' অনুষ্ঠিত হয়েছে আজ। ডেমরায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য এ অনুষ্ঠান উপলক্ষে আনন্দমুখর পরিবেশে ভরে ওঠে কলেজ প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাননান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী।

অনেকে শিল্প-কারখানা তৈরী করলেও আমি কোটি কোটি খরচ করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছি। আমি দেশের জন্য আদর্শ ও সুনাগরিক তৈরী করতে চাই।

- ড. মাহবুবুর রহমান মোল্লা

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কোরিয়ান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. মোসে চো, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান, শিক্ষানুরাগী মো. কফিলউদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ড. মাহবুবুর রহমান মোল্লা।

শিক্ষা জীবনে এ প্লাস-ই একমাত্র লক্ষ্য নয়। ভাল শিক্ষার্থী হওয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হয়ে উঠতে হবে ছাত্র-ছাত্রীদের :  অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ নয়ন

অনুষ্ঠানের মুল পর্বে প্রায় চার হাজার নবীন শিক্ষার্থীর শপথপাঠের পর স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ নয়ন।

বক্তব্যে তিনি বলেন, শিক্ষা জীবনে এ প্লাস-ই একমাত্র লক্ষ্য নয়। ভাল শিক্ষার্থী হওয়ার পাশাপাশি আদর্শ নাগরিক হয়ে উঠতে হবে ছাত্র-ছাত্রীদের।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, অনেকে শিল্প-কারখানা তৈরী করলেও আমি কোটি কোটি খরচ করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরী করেছি। আমি দেশের জন্য আদর্শ ও সুনাগরিক তৈরী করতে চাই। প্রতিষ্ঠার পর থেকেই এ কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা দেশে-বিদেশের মেধার স্বাক্ষর রাখছে বলে মন্তব্য করেন তিনি।