মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

| ২৮ আশ্বিন ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সামসুল হক খান স্কুলে চালু হলো ম্যাথমেটিকস রিসার্চ সেন্টার 

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৯:২০, ২২ সেপ্টেম্বর ২০২৫

সামসুল হক খান স্কুলে চালু হলো ম্যাথমেটিকস রিসার্চ সেন্টার 

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে চালু করা হয়েছে ম্যাথমেটিকস রিসার্চ সেন্টারের (এমআরসিএস)। ২২ সেপ্টেম্বর, সোমবার ‘সলভ, লার্ন এন্ড লিড’ স্লোগানকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

গণিতের যুক্তি ও সৌন্দর্যকে সামনে এনে, শিক্ষার্থীদের গণিতভীতি দূর করে গণিতকে আরও প্রাণবন্ত ও আনন্দময় বিষয় হিসেবে উপস্থাপন করাই এ সংগঠনের  মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষা উদ্যোক্তা ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন- ম্যাথমেটিকস রিসার্চ সেন্টার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানে গণিতচর্চার এক নতুন অধ্যায়ের সূচনা হল। আমরা চাই শিক্ষার্থীরা ভয় ঝেড়ে ফেলে গণিতকে ভালোবেসে শিখুক, সমস্যার সমাধান করুক আর নেতৃত্বের মানসিকতা গড়ে তুলুক।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, গণিত কেবল সংখ্যা বা সূত্রের সমষ্টি নয়; এটি যুক্তির সৌন্দর্য, সৃজনশীল চিন্তা আর নতুনকে জানার আনন্দে ভরা এক বিস্ময়কর জগৎ। ম্যাথমেটিকস রিসার্চ সেন্টার হবে এমন এক প্রাণকেন্দ্র, যেখানে গবেষণা, অনুসন্ধান ও সৃজনশীলতা একত্র হয়ে শিক্ষার্থীদের মনে গণিতের প্রতি গভীর ভালোবাসা তৈরি করবে।

ম্যাথমেটিকস রিসার্চ সেন্টার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানে গণিতচর্চার এক নতুন অধ্যায়ের সূচনা হল। আমরা চাই শিক্ষার্থীরা ভয় ঝেড়ে ফেলে গণিতকে ভালোবেসে শিখুক, সমস্যার সমাধান করুক আর নেতৃত্বের মানসিকতা গড়ে তুলুক।

- ড. মাহবুবুর রহমান মোল্লা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মোল্লা এবং সহকারী প্রধান শিক্ষক (প্রশাসন) মোঃ মিলটন হোসেন মোল্যা।

এছাড়া ইংলিশ ভার্সন ইনচার্জ নজরুল ইসলাম, কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান তুহিনসহ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের বিভিন্ন শিক্ষকসহ অন্যরা এতে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা ও আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে দিতে এবং গবেষণামুখী মনোভাব গড়ে তুলতেই ম্যাথমেটিকস রিসার্চ সেন্টারের পথরেখা তৈরি হলো।