শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

| ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিক্ষাব্যবস্থা নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ২ ডিসেম্বর ২০২৩

শিক্ষাব্যবস্থা নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাব্যবস্থা নিয়ে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। অনেক গবেষণা করে, পরীক্ষা-নিরীক্ষা করে, দেশে-বিদেশের আধুনিকতার আলোকে নতুন শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর সদরের পিয়ারপুর শাহিদা খায়ের বালিকা উচ্চবিদ্যালয়ের ৫০ বছর এবং মহারাজা শশীকান্ত স্কুল অ্যান্ড কলেজের ৮০ বছরপূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রছাত্রীদের মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি। শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। দুপুরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০২৭ সাল পর্যন্ত সব পর্যায়ে এই আধুনিক শিক্ষাব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু হবে। ২০১৯ সালে এটা চালুর উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আধুনিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠন করা হবে।