শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মত বই ইতিহাসে বিরল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মত বই ইতিহাসে বিরল

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি এমন, হাতে নিলেই না পড়ে থাকা যায় না। এরকম লেখনি বাংলাদেশের ইতিহাসে বিরল। আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী বলেন, পড়াশোনার বাইরে যেসব বই পড়া উচিত তার মধ্যে প্রথমেই থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। যেখানে আমাদের ইতিহাসকে খুঁজে পাওয়া যায়। বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা, আমাদের নিজেদেরকে জানা। ছেলেবেলা থেকে বঙ্গবন্ধু হয়ে উঠা পর্যন্ত প্রতিটি পথ আমাদের জন্য শিক্ষনীয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর। এছাড়া আরও উপস্থিত ছিলেন— কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন, অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক আলেয়া আক্তার, কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল প্রমুখ।