শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

| ২৬ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

শিক্ষকরা বললেন, ইনডেক্সধারীদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি মেনে নিয়েছেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৮, ২৭ আগস্ট ২০২৪

শিক্ষকরা বললেন, ইনডেক্সধারীদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি মেনে নিয়েছেন উপদেষ্টা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির দাবি শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ মেনে নিয়েছেন  বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকরা। গত ২৪ ও ২৫ আগস্ট টানা দুইদিন শূন্য পদে বদলির দাবিতে কর্মসূচি পালন করেন ইনডেক্সধারী শিক্ষকরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ‘ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্ত প্রত্যাশী ঐক্য পরিষদ’র সভাপতি প্রভাষক মো. সরোয়ার।

তিনি বলেন, মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছি। তাকে আমাদের কষ্টের কথা বোঝানোর চেষ্টা করেছি। ইনডেক্সধারী শিক্ষকদের দুঃখ গাথা শোনার পর তিনি আমাদের সকল দাবি মেনে নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে অধিদপ্তর নির্বিশেষে শিক্ষকদের বদলির ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে আমাদের কথা দিয়েছেন।

প্রভাষক মো. সরোয়ার আরও বলেন, শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন, বদলি হবে এনটিআরসিএ’র মাধ্যমে। এজন্য সফটওয়্যার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি মেনে নেওয়ায় প্রধান উপদেষ্টার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।