শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪

| ২৬ আশ্বিন ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

একদিনে ছয় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৪

একদিনে ছয় শতাধিক ডেঙ্গু রোগী ভর্তি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৯৭ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ২৮৫ জন।

সোমবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। এ বছর এই প্রথম একদিনে এতো রোগী হাসপাতালে ভর্তি হলেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৯২৫ জন, বাকি ৬৫৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।