মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

| ৪ চৈত্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ২৭৪ জন

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ২২:২৫, ১৮ ডিসেম্বর ২০২৪

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ২৭৪ জন

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৫৫৬ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ৫৬৯ জনে।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ৪১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৩৮, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০, খুলনা বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৪, ময়মনসিংহে ৯ ও সিলেটে ২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।