শুক্রবার, ১৭ মে ২০২৪

| ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০০, ২১ মার্চ ২০২৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা ২৯ মার্চ

আগামী ২৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (৩ পার্বত্য জেলা ব্যতীত) ২১ টি জেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে ১১ টা পর্যন্ত ০১ ঘন্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সকাল ৮.৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। তৃতীয় পর্বে মোট পরীক্ষার্থী ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন ৪১৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। 

এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২১ মার্চ, বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ।

সভায় জানানো হয়, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে অসদুপায় অবলম্বন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। কেউ এ ধরণের অপচেষ্টায় জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত প্রাথমিকে প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) লিখিত  পরীক্ষা গত ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত ২ ফেব্রুয়ারি ২য় ধাপের (রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
 

এজেড