শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

| ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বইমেলায় পাঠকের চাহিদায় সময়ের সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বইমেলায় পাঠকের চাহিদায় সময়ের সংলাপ

বইমেলায় পাঠকের চাহিদায় মাহবুবুর রহমান তুহিনের ‘সময়ের সংলাপ’।

কী আছে এই বইয়ে, জানতে চাইলে লেখক জানান- 'সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি'। কাল ধাবমান। সময় বহমান। কালের খেয়া বয়ে চলে সারাবেলা। প্রতিমুহুর্তেই বেজে ওঠে সময়ের ঘড়ি। আর সময়ের সমষ্টিই জীবন। তাই সময় আর জীবন এক সত্ত্বার অভিন্ন রূপায়ন। আমাদের জীবনযাপনের এইসব দিনরাত্রির কথাগুলোই 'সময়ের সংলাপ'।

প্রকাশক অনার্য পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী শফিক রহমান বলেন, সময়ের চোখ খোলা, হাত বাঁধা নেই। তাই কালের যাত্রার ধ্বনি শুনতে শুনতেই সংলাপ সাজে মনের মুকুরে। তখন সংলাপগুলো হয়ে ওঠে  মনের আয়না। এই আয়না কোন বায়না রাখেনা। তাই সংলাপগুলো নিঃসঙ্গ ফেরিওয়ালা; যে প্রার্থনা করে সাহসী পুরুষের। 

অনার্য পাবলিকেশন্সের এ বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রীতম আদিত্য রায়। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৮-৫০১ স্টলে।

এজেড