শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

| ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

রাষ্ট্রপতির অপসারণ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

পাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ২২ অক্টোবর ২০২৪

রাষ্ট্রপতির অপসারণ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে পাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

রাষ্ট্রপতি মোহা: শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি)  সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। 

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৪ টার দিকে রাষ্ট্রপতির দ্রুত পদত্যাগের দাবি করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকে ছাত্ররা। পরে রাষ্ট্রপতিকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে স্লোগানে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

এসময় মিছিলে শিক্ষার্থীদের ‘দফা এক, দাবি এক দালাল চুপ্পুর পদত্যাগ’, ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

মিছিলে উপস্থিত ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো: কামরুজ্জামান বলেন, পতন হওয়া ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পুনর্বাসিত করবার জন্য চুপ্পু সাহেব বিভিন্নভাবে একেক সময় একেক রকমের কথা বলে আওয়ামী সরকারকে পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই উস্কানি বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র-জনতা কেউ মেনে নেবে না। সুতরাং আপনি আপনার সম্মান থাকতে থাকতেই আপনার জায়গা থেকে সরে আসবেন। 


তিনি আরও বলেন, আরেকটি বিষয় বলতে চাই এখানে যারা ৫ আগস্ট এর পূর্বে দল-মত নির্বিশেষে রাজপথ প্রকম্পিত করে পতিত সরকারকে বিতাড়িত করেছেন এখন এই মুহূর্তেও সকলকে একত্রিত থেকে কাজ করবার আহ্বান জানাই। আমরা কোন বিভেদ চাই না, আপনারা যেমন নিজেরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন এই যুদ্ধের আরো আপনাদেরকে সামনে যেতে হবে এটা মাথায় রেখেই আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।