শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

| ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

সিনিয়র নার্সের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৫৫২

ক্যাম্পাসবাংলা ডেস্ক

প্রকাশিত: ১৯:১১, ১৩ নভেম্বর ২০২৪

সিনিয়র নার্সের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, পাস ৪৫৫২

সিনিয়র স্টাফ নার্সের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) দিলাওয়েজ দুরদানার সই করা বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানায়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৪ হাজার ৫৫২ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।


ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।