রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইউজিসির নতুন সচিব হলেন ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ১২ আগস্ট ২০২৪

ইউজিসির নতুন সচিব হলেন ফখরুল ইসলাম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

এছাড়া ইউজিসির সচিব (পদ থেকে সরানো হয়েছে) ড. ফেরদৌস জামানকে কমিশনের রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

ইউজিসির নতুন সচিব হিসেবে ড. মো. ফখরুল ইসলাম রবিবার বিকেলে যোগদান করেছেন। এর আগে তিনি ইউজিসির যুগ্ম সচিব ও পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।