রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৬০ শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ১৩ আগস্ট ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৬০ শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসেই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে (অন-ক্যাম্পাস) অনার্স প্রোগ্রাম চালু সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। গত বছর ২০২২-২৩ শিক্ষাবর্ষে অন-ক্যাম্পাসে ভর্তি ১৬০ শিক্ষার্থীর বিষয়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কোনো নির্দেশনা উল্লেখ না থাকায় শিক্ষা জীবন নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন শিক্ষার্থীরা। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ১৬০ শিক্ষার্থীর ক্লাস মূল ক্যাম্পাসেই হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ মে ২০২৪ তারিখের (স্মারক: ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০৮১.১৪.১৭৬) পত্রের নির্দেশনা অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাসের ৪টি স্নাতক প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে তাদের পছন্দ ও প্রাপ্যতা অনুযায়ী পার্শ্ববর্তী কোন বিশ্ববিদ্যালয়/কলেজে ভর্তি করাতে না পারায় ভর্তিকৃত হতাশাগ্রস্থ ১৬০জন শিক্ষার্থীর শিক্ষা জীবন রক্ষাসহ সার্বিক দিক বিবেচনায় নিয়ে ভর্তিকৃতদেরকে মূল ক্যাম্পাসেই পাঠাদান করার বিষয়ে কমিশন হতে অনাপত্তি দেয়া হলো।