শনিবার, ২৭ জুলাই ২০২৪

| ১২ শ্রাবণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৬, ১৮ ডিসেম্বর ২০২৩

বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করল ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৩ উপলক্ষ্যে ‘মাদরাসা শিক্ষার উন্নয়নে আরবি ভাষার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ১৮ ডিসেম্বর, সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার জনাব এস. এম. এহসান কবীর, বিএমটিটিআই অধ্যক্ষ প্রফেসর মাহমুদুল হক প্রমুখ।
সভাপতির বক্তব্যে ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন মাদরাসা শিক্ষা উন্নয়নের জন্য আরবির ভুমিকা গুরুত্বপূর্ণ। আমাদের আরবি ভাষা চর্চার অভাব রয়েছে, সেজন্য মাদরাসাগুলোতে কুরআন হাদিসের মৌলিক গ্রন্থ গুলো আরবিতে পাঠদান করা দরকার। যদি যথাযথ ভাবে আরবি ভাষার চর্চা করা হয় তবে মাদরাসা শিক্ষার ঐতিহ্য ও চেতনা ফিরে আসবে।