শনিবার, ২৭ জুলাই ২০২৪

| ১২ শ্রাবণ ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল ডিআইইউ গবেষণা সেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৩, ৫ জুন ২০২৪

তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা পেল ডিআইইউ গবেষণা সেল

দেশে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখায় “তামাক নিয়ন্ত্রণে জাতীয় সম্মাননা ২০২৪” পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গবেষণা সেল টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি)।

৩১ মে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ এর এক অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন টিসিআরসিকে এই সম্মাননা পদক ও সার্টিফিকেট তুলে দেন। 

টিসিআরসির পক্ষে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গনেশ চন্দ্র সাহা ও টিসিআরসির প্রকল্প ব্যবস্থাপক ফারহানা জামান লিজা এ সম্মাননা গ্রহণ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল কর্তৃক ‘বেসরকারি সংস্থা/প্রতিষ্ঠান’ ক্যাটাগরিতে টিসিআরসিকে এই সম্মাননা প্রদান করা হয়। 

এজেড