রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

| ৩১ ভাদ্র ১৪৩১

Campus Bangla || ক্যাম্পাস বাংলা

ইবির সব বর্ষের মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৪

ইবির সব বর্ষের মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত

ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের (ইবি) সব বর্ষের স্থগিতকৃত মৌখিক পরীক্ষা সশরীরে চালুর সিদ্ধান্ত নিয়েছে ডিন’স কমিটি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত ওয়েবসাইটে রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, ডিন’স কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন বিভাগের স্থগিতকৃত মৌখিক পরীক্ষাসমূহ চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এই চিঠি ডিন’স কমিটির সভাপতি, সকল ডিন, সকল বিভাগীয় সভাপতি, অফিস প্রধানসহ সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হবে বলে বলে জানা গেছে।

প্রশাসনিক ও আর্থিক দায়িত্বপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী বলেন, ডিন’স কমিটির সভায় সকল বর্ষের স্থগিতকৃত মৌখিক পরীক্ষাগুলো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষ কর্মঘন্টা হওয়ার কারণে চিঠি বিভিন্ন দফতরে পাঠানো সম্ভব হয়নি। আগামী তিনদিন ক্যাম্পাস ছুটি। তাই শনিবার অফিস সময়ে চিঠি বিতরণ করা হবে।

এআই